Connecting You with the Truth

জয়পুরহাটে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

বিডিপি ডেস্ক:
জয়পুরহাটের ক্ষেতলালে পারিবারিক কলহের জেরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ মঞ্জিলা খাতুন (২৮) মারা গেছেন।

শুক্রবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মঞ্জিলা খাতুন জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আবদুস সবুরের মেয়ে।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, পাঁচ বছর আগে ক্ষেতলাল উপজেলার রোয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম রনির সঙ্গে বিয়ে হয় মঞ্জিলার। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। দাম্পত্য কলহের জেরে গত ২৬ জুলাই দুপুরে নিজ বাড়িতে মঞ্জিলার গায়ে আগুন ধরিয়ে দেন শরিফুল।

নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

ওসি বলেন, পুলিশ শরিফুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুস সবুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments
Loading...