জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ফিরোজ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত কাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ বাজারের কাছে। তিনি জয়পুরহাট বিসিক শিল্প নগরীর রাফিদ ফিড মিলের ব্যবস্থাপক।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফিরোজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। পথে পাইকরতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজের।