Connecting You with the Truth

জয়ের উৎসবে লিভারপুল

s-3
স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার লিগ কাপে অবিশ্বাস্য এক পেনাল্টি-শুটআউট দেখলো ফুটবল বিশ্ব। নির্ধারিত সময়ের পরও লিভারপুল আর মিডলসবার্গের ম্যাচটি ড্র থাকলে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। এতে ১৪-১৩ গোলে জয় পায় লিভারপুল। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ব্রেন্ডন রজার্সের দলকে এগিয়ে নেন রোসতিয়ের। তবে, ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে অতিথি হিসেবে অ্যানফিল্ডে খেলতে নামা মিডলসবার্গ। সমতাসূচক গোলটি করেন রিচ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৯ মিনিটে আবারো লিড নেয় লিভারপুল। সুসোর গোলে এগিয়ে থাকে লিভারপুল। আর ১২০ পার হওয়ার পর যোগ করা অতিরিক্ত সময়ে আবারো সমতায় ফেরে মিডলসবার্গ। এবারে দলের সমতাসূচক গোলটি করেন বামফোর্ড। ফলে ম্যাচের ফল নির্ধারনে পেনাল্টি শুটআউটের সিদ্ধান্ত নেন রেফারি। দুই দলের গোলরক্ষকসহ ২২ জন খেলোয়াড়ই পেনাল্টি শুটআউটে অংশ নেন। বালোতেল্লির নেওয়া লিভারপুলের প্রথম পেনাল্টি থেকে গোল আসে। কিন্তু একের পর এক পেনাল্টি গোলে সমতা ফিরে আসায় অবশেষে ৩০টি পেনাল্টি নেয় দুই দল। ৩০ নম্বর পেনাল্টি থেকে গোল করতে পারলে মিডলসবার্গ সমতায় ফিরতে পারত। তবে সে পেনাল্টি মিস করেন অ্যালবার্ট আদোমাহ। ফলে ১৪-১৩ গোলে ম্যাচ জেতে লিভারপুল।


Comments
Loading...