Connecting You with the Truth

জয়ের পথ দেখাবে আজমল

s-8স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট থেকে প্রায় আট মাস নির্বাসনে ছিলেন পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। অবৈধ বোলিং একশনের জন্যে আন্তর্জাতিক ক্রিকেট তথা বিশ্বকাপ ও খেলতে পারেন নি সাঈদ আজমল। বোলিং একশন ঠিক করেই বাংলাদেশ সফরে ফিরছেন সাঈদ আজমল। তার অভিজ্ঞতাই কিনা অনভিজ্ঞ পাকিস্তানকে দেখাচ্ছে সিরিজ জয়ের সুবাস। পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকার ইউনিস মনে করেন সাঈদ আজমলের অভিজ্ঞতাই একমাত্র পারে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে জয় এনে দিতে। এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনিস বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সাঈদ আজমলের অভিজ্ঞতা আমাদেরকে পারে জয়ের পথ দেখাতে।’

Comments