জয় পেল রিয়াল রোনালদোর টানা হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এলচেকে বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে চার চারটি গোল করেছেন ইউরোপ সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠে যেন নিজেকে মেলে ধরার জন্যই মাঠে নেমেছিলেন রোনালদো। রিয়ালের জার্সি গায়ে এ ম্যাচে ২৫তম হ্যাটট্রিকটি করেছেন পর্তুগিজ এ তারকা। গত শনিবার দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিক করা রোনালেদোর এ ম্যাচে চার গোল আর গ্যারেথ বেলের এক গোলে এলচেকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কালোর্স আনচেলত্তির শিষ্যরা। আগের ম্যাচেই রোনালদো হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন ৮-২ গোলের বিশাল ব্যবধানে। তবে, ম্যাচের শুরুতে গোলের দেখা পেয়েছিল এলচে। সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি হিসেবে খেলতে নেমে ম্যাচের ১৫ মিনিটে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় এলচে। আর এ জন্য দায়ী করা চলে রোনালদোকে। তার ফাউলের কারণে পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে এলচেকে লিড এনে দেন আলবাকার। স্বাগতিকদের বিপক্ষে এক গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এলচে। ম্যাচের ২০ মিনিটে সমতাসূচক গোল করেন বেল। কলম্বিয়ান মিডফিল্ডার জেমস রদ্রিগেজের ক্রস থেকে হেডে এলচের জালে বল জড়ান বেল। এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। ম্যাচের ২৮ মিনিটে ডি বক্সে এলচের মস্কোয়েরা ফাউল করেন রিয়াল ডিফেন্ডার মার্সেলোকে। রিয়াল পেনাল্টি পেলে তা থেকে গোল আদায় করে নিতে ভুল করেন নি রোনালদো। এর ৪ মিনিট পরেই নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন সি আর সেভেন। মার্সেলোর ক্রস থেকে হেডে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি। বিরতির আগে ৩-১ এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। রোনালদো নিজের হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৮০ মিনিটে। এটিও তার পেনাল্টি থেকে পাওয়া গোল। টানা দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন তিনি। অপর গোলটি করেন দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে।