ঝিনাইদহের কালীগঞ্জে মাদকসেবীকে এক বছরের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকসেবন ও বিক্রির দায়ে আনিসুর রহমান (২৮) নামের এক যুবককে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আনিসুর রহমান দুধরাজপুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৫ গ্রাম গাঁজাসহ আনিসুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে আদালত আনিসুর রহমাকে এক বছরের সাজা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক শাহানাজ পারভিন জানান, মাদকসেবন ও বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ৭ (ক) ধারায় আনিসুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।