Connecting You with the Truth

মরমী কবি পাগলা কানাইয়ের ২০৬তম জন্ম বার্ষিকী আগামীকাল

Paglakanai-Jhenida-Pictureঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মরমী লোক কবি পাগলা কানাইয়ের আগামীকাল ২৫ ফাল্গুন ২০৬তম জন্ম বার্ষিকী। দিবসটি পালনে পাগলা কানাই স্মৃতি সংরক্ষন পরিষদ তিনদিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। এর উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় কবির নিজ গ্রাম বেড়বাড়িতে জন্ম উৎসব, কবির মাজারে পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, লাঠি খেলঅ, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবি রচিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ মার্চ এই অনুষ্ঠানের পর্দা নামবে। মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন। বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় তিনি উন্তেকাল করেন। ইতিহাস থেকে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি দূরন্ত ও আধ্যাত্মিক স্বভাবের ছিলেন। বাল্যকালে পিতৃহারা পাগলা কানাই-এর ঘরে মন না টেকায় অর্থের অভাবে পড়ালেখা হয়নি। তিনি মানুষের বাড়ি রাখালের কাজ করেছেন। গরু চরাতে গিয়ে ধুয়ো জারি গান গাইতেন। নিরক্ষর হলেও তার স্মৃতি, মেধা ছিল প্রখর। তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিকভাবে গান রচনা করে নিজ কন্ঠে পরিবেশন করতেন। তার সঙ্গীতে যেমন ইসলাম ধর্মের তত্বকে প্রচার করেছেন তেমনি হিন্দু-পুরান রামায়ণ ও মহাভারত থেকেও নানা উপমার প্রয়োগ ঘটিয়েছেন। এ কারণেই তার গান সর্বজনীনতা লাভ করে। তার মধ্যে বাউল ও কবিয়াল এ দুয়ের যথার্থ মিলন ঘটেছে। পাগলাকানাই-এর গান গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, কবির জন্মজয়ন্তী পালন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Comments
Loading...