Connecting You with the Truth

ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মনিরুজ্জামান, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫’র উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল হাই।

‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে শৈলকুপা উপজেলা চত্বরে আগামী ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রধান অতিথির আগমনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র‌্যালী শেষে স্টল পরিদর্শন ও শুভ উদ্বোধনে সাথে মেলা চলাকালীন প্রতিদিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আগামী ১০ মার্চ সমাপনী ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যানের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহ্ মোহাঃ আকরামুল হক, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও আফরোজা নাসরিন লিপি প্রমুখ। র‌্যালীতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকের জীবন জীবিকায় বর্তমান সরকারের সাফল্য তুলনাহীন তিনি কৃষি প্রযুক্তি মেলার সফলতা কামনা করে উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষিসেবা যোগানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

Comments
Loading...