ঝিনাইদহের হরিনাকুন্ডুতে রিভলবার ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে রিভলবার ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার কুলবাড়িয়া মাঠ থেকে এ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
হরিনাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, উপজেলার কুলবাড়িয়া মাঠে অস্ত্র পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশী তৈরি রিভলবার ও একটি হাশুয়া উদ্ধার করে। তবে কারা কেন এখানে অস্ত্র রেখেছিল তা পুলিশ জানাতে পারেনি।