Connecting You with the Truth

ঝিনাইদহের ১২ টি পরিবারের মানুষ এখন স্বজনদের ফেরতের অপেক্ষায়

Jhenidah Miyanmer Ferot House Photo 09-06-15মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

পানি পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে মিয়ান মারের নৌবাহিনী ২০৮ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫০জনকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ঝিনাইদহের ১২জন রয়েছে। উদ্ধারকৃতদের খবর বাড়ীতে পৌঁছার পরে স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে। পরিবারের সদস্যরা অপেক্ষা করছে কখন তারা বাড়ি ফিরবে।

ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও কামরুজ্জামান জানান, অবৈধভাবে পানিপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌবাহিনীর হাতে উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশীর মধ্যে ১২জন রয়েছে ঝিনাইদহের। উদ্ধার হওয়া এ ১২ জন হল, উদ্ধার হওয়া সদর উপজেলার চর-মুরারীদহ গ্রামের মতলেব মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের রাহাজ উদ্দিন মল্লিকের ছেলে আবুল কালাম, রামনগর গ্রামের রজব আলীর ছেলে আব্দুর রাজ্জাক, হাজীডাঙ্গা গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আব্দুল মালেক। শৈলকুপা উপজেলার দেবরাজপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মফিজুর রহমান, ধলহরাচন্দ্র গ্রামের নিজম উদ্দিনের ছেলে হারুন-অর-রশিদ, আক্কাচ আলীর ছেলে রফিকুল ইসলাম, হাটফাজিলপুর গ্রামের অসেল বিশ্বাসের ছেলে মহসিন আলী, একই গ্রামের কেসমত আলীর ছেলে সোহান আলী, মকবুল মোল্লার ছেলে পলাশ হোসেন, শফি বিশ্বাসের ছেলে দলিল বিশ্বাস, এবং সাতগাছি গ্রামের রশিদ মন্ডলের ছেলে রাকিব হোসেন।

মঙ্গলবার সদর উপজেলর চর-মুরারিদহ গ্রামের উদ্ধার হওয়া রফিকুল ইসলাম ও আবুল কালামের বাড়িতে গিয়ে স্বজনদের চোখে-মুখে উল্লাস দেখা যায়। তার অধির আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রিয় স্বজনদেরকে তারা কাছে পাবেন।

উদ্ধার হওয়াদের স্বজনরা জানান, আমরা পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার হওয়ার খবর পেয়েছি। টিভিতে উদ্ধার হওয়ার খবর দেখেছি। তবে এখনও পর্যন্ত তাদের সাথে আমাদের ফোনে কোনো কথা হয়নি। আমরা স্বজনদেরকে অতিদ্রুত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

Comments
Loading...