Connecting You with the Truth

ঝিনাইদহে অপহৃত শিশুর গলিত মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহে:
৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাড়ে ৫ বছরের শিশু মনিরা খাতুনের মৃতদেহ ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক অপহণকারীকে আটক করেছে। রোববার বিকাল ৫ টার দিকে অচিন্তনগর গ্রামের মাঠের পাঠক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করার সময় শিশু মনিরা খাতুন নিখোঁজ হয়। সন্ধ্যার পর মোবাইল ফোন থেকে সন্ত্রাসীরা শিশুটির পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাতে শিশুটির বাবা রমজান আলী তার মেয়ে অপহরণ হয়েছে বলে থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ৩৬৮। রোববার সকালে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিশুটির চাচাতো ভাই হুজাইফা জিহাদ নামে এক যুবককে আটক করেছে।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল বলেন, অপহৃত শিশু মনিরার মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। অপহরণের সাথে জড়িত হুজাইফা জিহাদ একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.