Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে অস্ত্র ও গুলির হিসাব দিতে না পারায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোজামেgm্ েহকমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : জেলার হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের পচাঁ মোল্যার ছেলে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের লাইসেন্সকৃত অস্ত্র ও গুলির পরিমান প্রকৃত ক্রয়ের সাথে মিল না থাকায় অস্ত্র আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট ২৫ টি গুলি পাওয়া গেছে যেখানে ৩৫ টি থাকার কথা ছিল। বাকী ১৫ টি গুলি কি কাজে ব্যবহৃত হয়েছে তার সদুত্তর সে দিতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.