ঝিনাইদহে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে এক বছরের কারাদণ্ড
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং এর দায়ে মেহেদি হাসান (২২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ কলেজ কেন্দ্রের সামনে আদালত বসিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়। সে একই উপজেলার বেতায় গ্রামের রুস্তম বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটি ঝিনাইদহ কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষা দিতে আসছিলো। এ সময় পথ আটকে মেহেদি হাসান তুলে নেওয়ার চেষ্টা করে। কেন্দ্র পরিদর্শনরত সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলালের দৃষ্টিগোচর হলে তাকে আটক করে। পরীক্ষা শেষ হলে বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসালে মেহেদী হাসান দোষ স্বীকার করে। পরে দণ্ডবিধির ৫০৯এর ৭(২) উপ ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।