ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা শহরের ধোপাঘাটা ব্রিজের ওপরে রুবিনা নামে এক গৃহবধূকে কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুবিনা জানান, জমি বিক্রির ১৯ লাখ টাকা ব্যাংকে রাখতে সদর উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহে শহরে যাচ্ছিলেন তিনি ও তার শ্বশুর মমরেজ আলী। দুপুর আড়াইটার দিকে তারা শহরের ধোপাঘাটা ব্রিজের ওপর গেলে তিন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা চালকসহ তাদের কুপিয়ে রুবিনার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। সদর থানার এসআই শাহরিয়ার আলম জানান, খবর পেয়ে মোটরসাইকেল চালক শিপলু মিয়াকে নিয়ে পুলিশ অভিযানে নেমেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।