ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু।
শনিবার সকাল ৬ টা ৩১ মিনিটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৬ টা ৪৫ মিনিটে কালোব্যাজ ধারণ করা হয়। সকাল ৮ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে একটি শোক র্যালী রেব হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রশাসন, আওয়ামী লীগ ও অংগসংগঠের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর