ঝিনাইদহে প্রকাশ্যে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই
জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহে প্রকাশ্যে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টার দিকে জেলা শহরের ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ধোপাঘাটা ব্রিজের নিকটে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের মালেয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের স্ত্রী ও তার পিতা ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে গ্রাম থেকে শহরে যাচ্ছিলেন। প্রবাসী জাকির হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় জমি বিক্রি করে তারা বিদেশে টাকা পাঠানো জন্য ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখায় যাচ্ছিলেন, তাদের কাছে ব্যাগভর্তি ১৯ লাখ টাকা ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের নিকট পৌঁছলে তিনজন দুবর্ৃৃত্ত গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার মোমরেজ মিয়া প্রথমে ব্যাগটি দিতে অপারগতা জানালে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।