Connecting You with the Truth

ঝিনাইদহে বিভিন্ন মামলায় আটক ২৪

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার ৫ উপজেলা থেকে বিভিন্ন মামলায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জিআর ও সিআরসহ বিভিন্ন মামলার আসামি আটকের জন্য পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ অভিযান কালে সদর উপজেলা থেকে ৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৫ জন, মহেশপুর উপজেলা থেকে ৪ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ৪ জনকে আটক করা হয়। বর্তমানে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

Comments
Loading...