Connecting You with the Truth

ঝিনাইদহ শৈলকুপায় স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

shailkupa pic

ঝিনাইদহ:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের বিজয় স্তম্ভে প্রথম প্রহরে ৭১’এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল । পুষ্পমাল্যে অর্পণ ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকতা সন্দ্বীপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার নেতৃতে মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান এর নেতৃতে থানা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন সোনা ও ভাইস চেয়ারম্যান শামীশ হোসেন এর নেতৃতে উপজেলা আওয়ামীলীগ, কাজী আশরাফুল আজম এর নেতৃত্বে পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, শিহাব মল্লিক ও মনিরুজ্জামান সুমন এর নেতৃতে প্রেসক্লাব শৈলকুপা, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি, শৈলকুপা পৌরসভা, দেশ ব্যান্ড, শৈলকুপা মহিলা কলেজ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি, প্রহতি লেখক সংঘ, ছাত্র ইউনিয়ন এছাড়া বিভিন্ন স্কুল কলেজসহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

Comments
Loading...