Connecting You with the Truth

ঝিনাইদহ শৈলকুপায় ১০ মাস পর হত্যা মামলার আসামী গ্রেফতার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ১০ মাস পর বিশারত হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে সি,আই,ডি। তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার দুধসর গ্রামে কলা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত বিশারত শেখ হত্যা মামলার ২১নং আসামী একই গ্রামের আরমান এর ছেলে আসাদুল (২২) কে সোমবার রাতে গ্রেফতার করে ক্রাইম ইনভেষ্টিগেশন ডিপার্মেন্ট (সি,আই,ডি)। মামলার তদন্তকারী সি,আই,ডি কর্মকর্তা এস,আই তৌহিদুল ইসলাম জানান, দুধসর গ্রামে কলা কাটাকে কেন্দ্র করে গত ১৫/৫/১৪ইং তারিখে প্রতিপক্ষের হামলায় বিশারত নামে একজন নিহত হয়। এ ব্যাপারে শৈলকুপা থানায় ৩০ জনকে আসামী করে একটি মামলা হয়, মামলা নং-১৯, তারিখ-১৭/৫/১৪ ইং। গত এক মাস আগে মামলা সি,আই,ডিতে তদন্তে আসে। সোমবার রাতে শৈলকুপা থানার এ,এস,আই মনির এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আসাদুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments
Loading...