টলস্টয়ের জন্মদিনেগুগলের ডুডল
রকমারি ডেস্ক:টলস্টয়ের জন্মদিনকে সম্মান জানাতে ডুডল তৈরি করেছে গুগল। ৯ সেপ্টেম্বর টলস্টয়ের ১৮৬তম জন্মদিন। ডুডলের শুরুতে দেখা যায়, মোমাবাতির আলোতে লেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টলস্টয়। মুখভর্তি গোঁফ-দাড়ি । ইংরেজি সাহিত্যে ‘ওয়ার অ্যান্ড পিস’ মহাকাব্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত নাম টলস্টয়। ১৮২৮ সালের এই দিনে রাশিয়ায় জন্মগ্রহণ করেন টলস্টয়। ১৯১০ সালের ২০ নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।