টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোটর্সডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে ওয়ানডে ও টি-২০ তে বিধ্বস্ত করার পর এবার মুশফিকের নেতৃত্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ সফরকারীদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সৌম্য সরকার ও পেসা মোহাম্মদ শহিদের। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সৌম্যকে টেস্ট দলেও জায়গা দেন নির্বাচকরা। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে জায়গা করে নেন শহিদ।
পেস বোলিংয়ে রুবেল হোসেনের সঙ্গী অভিষিক্ত মোহাম্মদ শহিদ। স্পিনে সাকিব ও জুবায়ের হোসেনের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রয়োজনে হাত ঘুরাতে প্রস্তুত মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার।
পাকিস্তান দলেও দুই বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। ইয়াসির আলির সঙ্গে রয়েছেন জুলফিকার বাবর। মোহাম্মদ হাফিজ তো রয়েছেনই। পেস বোলিংয়ে ওয়াহাব রিয়াজের সঙ্গে রয়েছেন জুনায়েদ খান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহিদ
পাকিস্তান দল: সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।