টাইগারদের জয়ে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির অভিনন্দন
অস্ট্রেলিয়ার সঙ্গে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলাদা শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় টাইগার্সদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বঙ্গভবন প্রেস উইং ও প্রধানমন্ত্রীর প্রেস উইং আলাদা শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান।