টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক ও বাসের চালক এবং এক নারী যাত্রী নিহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে আরও ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের এক নারী যাত্রী নিহত হন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালকের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর পরই মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।