টানা আটে বার্সেলোনার চোখ
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের পর ইউরোপের তৃতীয় দল হিসেবে টানা আটবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে খেলার স্বপ্ন দেখছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে প্রি-কোয়ার্টারে কাতালনদের প্রতিপক্ষ ম্যানুয়েল পেলেগ্রিনির দলের পক্ষ থেকে জানানো হচ্ছে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের দলকে মোকাবেলা করতে ভয় পাচ্ছে না ইংলিশ চ্যাম্পিয়নরা। ১৯৯৬-৯৭ থেকে ২০০২-০৩ ফুটবল মৌসুম পর্যন্ত টানা আটবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলার নজির দেখিয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ। এরপর ১৯৯৭-৯৮ থেকে ২০০৩-০৪ পর্যন্ত ধারাবাহিকভাবে ইউরোপের সবচেয়ে সেরা প্রতিযোগিতাটির শেষ আটে নাম লেখার কৃতিত্ব দেখায় রিয়াল মাদ্রিদের তারার একাদশ। এবার একই নজির উকি দিচ্ছে লুইস এনরিকের বার্সার সামনে। কিন্তু বার্সাকে আজ মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে মোকাবেলা করার আগে ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে জানানো হচ্ছে তারা ভয়ডরহীন। সিটিজেন খ্যাত দলটির বেলজিয়ান অধিনায়ক বলছেন, ‘আমরা বার্সাকে মোকাবেলা করতে কোনো ভয় পাচ্ছি না। বিশেষ কিছু খেলোয়াড় নিয়ে তারা বিশেষ একটি দল। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই।’ বার্সা ও ম্যানসিটি উভয় দল লিগে দ্বিতীয় দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের দুই নম্বরে ম্যানসিটি। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে বার্সা। প্রসঙ্গত, গেল বছরও এই প্রি-কোয়ার্টারেই মুখোমুখি হয়েছিল দুদল। যখন দুই লিগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল টাটা মার্টিনোর শিষ্যরা।