টানা জয়ের পথে যুবদল!
স্পোর্টস ডেস্ক:
কাগজে কলমে শক্তিমত্তা বিবেচনা করলে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলই। কারণ, এই দলটি যুব বিশ্বকাপের শিরোপাধারী। অথচ, সেই দলটাকেই টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিলো বাংলাদেশ যুব ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়টা এসেছে ১৪০ রানের ব্যবধানে। এর আগে প্রথম ওয়ানডেতে একই প্রতিপক্ষকে পাঁচ উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। আর এই জয় নিয়ে সাত ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে, নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে ১০৭ বল এ ৭৭ রান। জাকির হাসান ৮৩ বলে এ ৮০ রানে অপরাজিত ছিলেন। এর বাদে শেষ দিকে আরেক অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে মাত্র ২৭ বল এ ৪১ রান এর এক ঝড়ো ইনিংস আসে। জবাবে, ৪৩ ওভার দুই বলে, ১১৯ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। নিহাদুজ্জাম নেন তিনটি উইকেট।