টানা বর্ষণের ফলে মাছ ও সবজির বাজার উর্ধ্বমুখী
লালমনিরহাট প্রতিনিধি:
কয়েকদিনের টানা বর্ষণে লালমনিরহাটে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। মাছ ও সবজির বাজারে এর প্রভাব অনেকটা বেশি পড়েছে বলে জানা গেছে। সরেজমিনে লালমনিরহাট গোশালা কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, বেগুন, ঢেঁরস, কাকরোলসহ সব ধরনের সবজি। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছ ও খাশির মাংসের দাম। দাম বাড়ার কারণ হিসাবে বৃষ্টি ও বন্যার জন্য সরবরাহের ঘাটতির কথা জানিয়েছে বিক্রেতারা। অন্যদিকে শীত মৌসুম আসার দুই থেকে তিন মাস বাকি থাকলেও লালমনিরহাট কাঁচা বাজারগুলোতে আগাম শীতকালীন শাকসবজী উঠতে শুরু করেছে। শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপিসহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি বাজারে উঠেছে। তবে এসব সবজির দাম খুবই চড়া। গতকাল রবিবার হাটের দিন বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি ফুলকপি, প্রতিপিছ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধা কপি ২০ থেকে ৩০ টাকায়। তবে এর আকার অনেক ছোট।