টি-টোয়েন্টির অধিনায়কত্ব হঠাৎ সিদ্ধান্ত সরে দাঁড়ালেন বেইলি
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জর্জ বেইলি। বিশ্বকাপের প্রতি মনোযোগ বাড়াতে ও টেস্ট দরে যায়গা পেতে হঠাৎ এই সিদ্ধান্ত জানালেন তিনি। একই সঙ্গে বেইলি পাকিস্তানে বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন। খেলবেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টিতেও। তার এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেয়িাকে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হবে। আর সেই কাজটা সোমবারই সেরে ফেলবে অসি ক্রিকেট বোর্ড। আর টেস্ট দলে ফিরতে তিনি তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণির ম্যাচের দিকেও মনোযোগটা বাড়াতে চান। সব মিলিয়ে বল যায় টি-টোয়েন্টি থেকে সাময়িক অবসরে যাচ্ছেন অসি অধিনায়ক বেইলি। জর্জ বেইলি ২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৬.১১ গড়ে ৪৭০ রান সংগ্রহ করেছেন।