Connecting You with the Truth

টেকনাফে ২ মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার। গ্রেপ্তাররা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে নজির আহমদ (৫৫) ও হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মৃত মাওলানা আব্দুল আলীমের ছেলে সৈয়দ আকবর (৩৫)।

ওসি আতাউর রহমান  জানান, বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নজির আহমদ পুলিশের তালিকাভুক্ত পাচারকারী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার সৈয়দ আকবরের বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হ্নীলার খারাংখালীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নজির আহমদকে এবং বিকেল ৫টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নিজ বাড়ি থেকে সৈয়দ আকবরকে গ্রেপ্তার করা হয়। আটকদের আদালতে পাঠানো করা হবে বলে জানান আতাউর রহমান।

Comments
Loading...