Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেস্টে দ্বি-স্তর পদ্ধতি থেকে সরে এলো আইসিসি

iccস্পোর্টস ডেস্ক: দ্বি-স্তর টেস্টের আলোচনার শুরু থেকে এর বিরোধিতা করে আসছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত দ্বি-স্তর টেস্টে নীতি থেকে আইসিসি সড়ে আসায় আইসিসি’র সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিসিবি’ সভাপতি নাজমুল হাসান পাপন।
ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের আরো বেশি টেস্ট খেলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বোর্ড প্রধান। বুধবার মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানান পাপন।
সপ্তাহ খানিক আগে সময় সংবাদে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট নীতির বিরোধিতার কথা জানিয়েছিলেন। তখনও আইসিসি’র আলোচনার টেবিলে গরম খবর ছিলো। তবে, শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিস্তরের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ছিলো। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ছাড়া বাকিরা দ্বি-স্তরের পক্ষেই ছিলো। তাই, পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো ব্যক্তিদের দ্বি-স্তর বাস্তবায়নের পাল্লা ভারি ছিলো। কিন্তু, শেষ পর্যন্ত শ্রীনিবাসনের মস্তিষ্ক থেকে আসার সেই কু-চিন্তা বাক্সবন্দী থেকে গেলো।
দু’বছর আগে দ্বি-স্তরের প্রস্তাবের খবরটি বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিলো। তবে, প্রতিবাদী নাজমুল হাসান পাপন বরাবরই ছিলেন আত্মবিশ্বাসী।
নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল এটা করা সম্ভব হবে না। এবার জিম্বাবুয়েও আমাদের সাথে ছিল। আমরা দলে বেশ শক্তিশালিই ছিলাম।’ তাই এখন বোর্ড প্রধানের পাখির চোখ এফটিপিতে বাংলাদেশের টেস্ট সংখ্যা বৃদ্ধির দিকে।
এই সুখ খবরের সাথে দেশের ক্রিকেট পিয়াসিদের মতো বোর্ড প্রধানও রোমাঞ্চিত হয়ে আছেন ইংল্যান্ড সিরিজের জন্য।

Leave A Reply

Your email address will not be published.