Connecting You with the Truth

টেস্টে নতুন রেকর্ড চন্দরপলের

s-13
স্পোর্টস ডেস্ক:
কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনে নতুন একটি রেকর্ড গড়লেন শিবনারায়ন চন্দরপল। ৮৫ রান করে অপরাজিত থাকা চন্দরপল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ডটি গড়লেন। ১৫৭ টেস্ট খেলা চন্দরপল মোট ৪৭ বার ব্যাটিংয়ে অপরাজিত থাকেন। এর আগে চন্দরপলের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ৪৪ বার অপরাজিত থাকা অসি কিংবদন্তি অ্যালান বোর্ডার আছেন এই তালিকার তিন নম্বরে।

 

Comments
Loading...