Connecting You with the Truth

টেস্ট খেলতে চট্টগ্রামে স্টেইনরা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রাম পৌঁছেছেন ডেল স্টেইনসহ দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের ৮ ক্রিকেটার।

বুধবার সন্ধ্যায় ক্রিকেটাররা চট্টগ্রাম পৌঁছেন । আর টেস্ট দলে জায়গা না পাওয়া ৯ ওয়ানডে ক্রিকেটার আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শাহ-আমানত বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

সফরকারীরা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে জিতলেও টানা দুই হারে ২-১ এ সিরিজ খোয়ায় হাশিম আমলার দল।

আগামী ২১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৩০ জুলাই থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল :
হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রিজা হেনড্রিকস, ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফাঙ্গিসো, সাইমন হারমার, তেম্বা বাভুমা, কাগিসো রাবাদা ও ডেন ভিলাস।

Comments
Loading...