টেস্ট সিরিজ ড্র হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক:
সিডনি টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার ৩৪৮ রানের লিড দেখে আঁচ করা যাচ্ছিলো শেষ দিনে রোমাঞ্চকর ক্রিকেটই হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। হলোও তাই। তবে চা বিরতির পর। প্রথম দুইটা সেশনে সে রকম নাটকীয় কিছু ঘটেনি। উইকেট আগলে রেখেই খেলে গেছেন বিজয়-রোহিত-কোহলিরা। তবে তৃতীয় সেশনে রোমাঞ্চ বয়ে এলো সিডনিতে। ভারত ১৭৮ রান থেকে ২১৭ রানে পৌঁছতে পাল্টে গেল ম্যাচের চেহারা। মাত্র ৩৯ রানের মাঝে ভারতের পাঁচ উইকেট ফেলে দিয়ে সিডনি জয়ের আভাস দিল স্টিফেন স্মিথের দল। কিন্তু শেষ ১২ ওভারে লায়ন-হ্যারিসদের উইকেটবঞ্চিত রাখায় ড্রতেই খুশি থাকতে হলো অজিদের। অজিঙ্কা রাহানে ৩৮ ও বিনয় কুমার ১৬ রানে অপরাজিত থেকেছেন। ৩৪৯ রানের টার্গেটে পঞ্চমদিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটি থেকে আসে ৪৮ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন মুরালি বিজয়। কোহলি করেছেন ৪৬ রান। অস্ট্রেলিয়ার নাথান লায়ন, স্টার্ক ও হাজলেউড দুটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫৭২/৭ডি, ও ২৫১/৬, ৪০ ওভার (স্মিথ ৭১, বানর্স ৬৬, অশ্বিন ৪/১০৫)।
ভারত: ৪৭৫/১০ ও ২৫২/৭, ৮৯.৫ ওভার (বিজয় ৮০, কোহলি ৪৬; স্টার্ক ২/৩৬
ম্যান অব দ্য ম্যাচ: স্টিফেন স্মিথ।