Connecting You with the Truth

ট্রাম্পের স্ত্রী থেকে মুক্তি চায় নিউইয়র্কবাসী!

trump
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই জানা যায় মার্কিন প্রেসিডেন্টের সরকারী বাসভবন হোয়াইট হাউসে উঠতে চান না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ছেলের স্কুলের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত নিউইয়র্কে থাকতে চান তিনি। কিন্তু তার এ সিদ্ধান্তেই চটেছেন নিউইয়র্কবাসী। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দি ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে, নিউইয়র্কের প্রায় এক লাখ মানুষ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যেন দ্রুত তার সবকিছু গুছিয়ে শহর ছেড়ে চলে যান তার পক্ষে রায় দিয়েছেন! তাদের দাবি, মেলানিয়ার নিরাপত্তার জন্য নিউইয়র্কবাসীর করের কোনো অর্থ খরচ করা চলবে না। মেলানিয়া ট্রাম্প যাতে নিউইর্য়ক ছেড়ে যান—সেই দাবিতে এরই মধ্যে এক লাখ মানুষের সই দেওয়া একটি লিখিত আবেদন নিউইয়র্কের গভর্নর ও সিটির মেয়র বরাবর জমা দেওয়া হয়েছে।

এই আবেদনে বলা হয়, যদি মেলানিয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে গভর্নর ও মেয়রকে ওই খরচ মেটাতে হবে। করদাতাদের টাকা থেকে রাস্তা, স্কুল, স্টেশন, কর্মসংস্থান ও অন্যান্য খরচ খাতে ব্যয় করা যাবে।

জানা গেছে, মার্কিন ফার্স্ট লেডি ওয়াশিংটনে হোয়াইট হাউসে থাকবেন, এটিই প্রচলিত নিয়ম। কিন্তু মেলানিয়া ট্রাম্প ছেলের স্কুলের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে থেকে যেতে চান। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফার্স্ট লেডির নিরাপত্তায় প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে। তবে নিইউয়র্কের করদাতারা এ অর্থ দিতে চান না। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...