Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোরো সংগ্রহ অভিযান শুরু

Pirganj (Thakurgaon)  13 06 2015
ক্যাপশনঃ ঠাকুরগাও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মো: ইমদাদুল হক চলতি ইরি-বোরো ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ।

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ শনিাবার সকালে চুক্তিবদ্ধ ২ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে চলতি ইরি-বোরো ধান চাল সংগ্রহ আভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইমদাদুল হক। এ সময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরগঞ্জ খাদ্য গুদাম মো: তাইবুর রহমান, চাল কল মালিক সমিতির সভাপতি ইমদাদুর রহমান, সম্পাদক ও সাবেক মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদীন বাবুল উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে সরকারি ভাবে আপদকালীন খাদ্য মজুদের লক্ষ্যে ধান-চাল সংগ্রহ অভিযান অংশ হিসেবে পীরগঞ্জ খাদ্য গুদামে চলতি বোরো সংগ্রহ মৌসুমে এ উপজেলায় ২৭৮ জন চুিক্তবদ্ধ মিলারের কাছ থেকে প্রতিকেজি ৩২ টাকা দরে ৯ হাজার ৪ শ’৯৪ মে.টন চাল ও ২২ টাকা কেজি দরে ২৩৮ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

Comments
Loading...