Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের বনমানুষ বশির এখন অসহায়ত্ব দিন যাবন করছে

15318007_1066396200155100_5522672929569849456_nবালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের এক সময়ের বহুল পরিচিত “বন মানুষ বশিরউদ্দিন” এখন অসহায়ত্ব দিন যাপন করছে। তিনি ৩ (তিন)সন্তানের জনক।২( দুই) ছেলে, এক মেয়ে। তাদের বিয়ে শাদী হয়েছে।তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। বড় ছেলে ছোট একটা দোকান সরকার পাড়া এলাকায় করছে।তাঁর এই দোকানের আয় থেকে সংসার কোনো রকমে চলে যাচ্ছে।বাবা মাকে দেখার সুযোগ হয়ে উঠেনা।এজন্য সন্তানদের প্রতি তাঁদের কোনোরকম অভিযোগ নেই।তাঁরা চান সন্তানরা ভালোভাবে সংসার জীবনে সুখে থাক।বছিরউদ্দিন বলেন, আমি গত ২০ বছর আর ডি আর এস এ চাকুরী করেছি।বর্তমানে স্ত্রীক নিয়ে বেকারত্ব ও অর্থাভাবে জীবন যাপন করতে হচ্ছে।যদি কোনো মহৎ ব্যাক্তি আমার কাজের ব্যবস্হা করে দিতে পারেন, তাহলে আমি খুবই উপকৃত হতাম।আমি কারো কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে বেঁচে থাকতে চাই না।বশিরউদ্দিন মৃত জিন্নাত আলীর সন্তান। বশিরউদ্দিনের নিজস্ব বাড়ী ছিল “প্রতিভা কোচিং সেন্টার” সংলগ্ন ২০০গজ পশ্চিমে।বর্তমানে বাড়ি বিক্রি করে গোয়াল পাড়ার শেষ সীমানায় বসবাস করছে।প্রতিদিন কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজ পাওয়ার কোনো সম্ভাবনা দেখছে না। বিডিপত্র/অামিরুল

Leave A Reply

Your email address will not be published.