Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ইট ভাটায় মহেন্দ্র ট্রলির চাপায় একজন নিহত

মজহারুল ইসলাম বাদল,রুহিয়া: রুহিয়া থানা ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে সেনিহাড়ী গ্রামে অবস্থিত এম টি বি (মেসার্স থ্রি ব্রাদার্স ব্রিক ফিল্ড) ইট ভাটায় ২১ জানুয়ারী ২০১৭ইং বিকাল ৪:৪৫ ঘটিকায় নিশাত পরিবহন নামে মহেন্দ্র ট্রলির মাটি আনলোড করা সময় মহেন্দ্র ট্রলির চাপায় ০১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর (ডাকুয়ার পাড়া) গ্রামের মোঃ সোহেল (১৮) হেল্পার মারাত্বক আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। গাড়ির মালিক মোঃ হাবিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। এ ব্যাপারে ভাটার মালিক মোঃ সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে দুই পক্ষে বসে মীমাংসা করা হবে বলে জানান। রুহিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ারের কাছে দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।

Comments
Loading...