Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে উৎসুক জনতার গণতন্ত্রের বিজয় র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈল, ঠাকুরগাও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনূষ্ঠানে আলোচনা সভা ও গনতন্ত্রের বিজয় র‌্যালী বের করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে হাতিসহ বর্ণাঢ্যSAMSUNG CAMERA PICTURES র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, বিশেষ অতিথি উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ওয়ার্কাস পাটির জেলা সম্পাদক ফয়জুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মেয়র মকলেসুর রহমান, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও প্রভাষক হারুন অর রশিদ পারুল, সাবেক চেয়ারম্যান আঃ কাদের, ন্যাপ সভাপতি মোশারফ হোসেন রকেট, আ’লীগ সহ সভাপতি শামিমুজাম্মান, ইব্রাহিম খান, প্রেস ক্লাব আহবায়ক আনিসুর রহমান বাকি, ওয়ার্কাস পাটির সম্পাদক লুৎফর রহমান, আ’লীগ নেতা গোলাম রব্বানী, জাহাঙ্গীর আলম সরকার, আলমগীর সরকার, প্রশান্ত বসাক, মহাদেব বসাক, মোঃ শাহনেওয়াজ, মোঃ খাইরুল ইসলাম, রমজান আলী, শাহানশাহ ইকবাল,সাংবাদিক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Comments