Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে এক কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় এক কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএময় এর নির্দেশনায় ও মোঃ তোফায়েল হোসেন সরকার,সিনিয়র সহকারী পুলিশ সুপার,”ডি-সার্কেল,রংপুর এর নেতৃত্বে মোঃ রেজাউল করিম,অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, শ্রী: সুশান্ত কুমার সরকার,পুলিশ পরিদর্শক (নি:) ইনচার্জ ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, এসআই/ শ্রী:নারায়ন চন্দ্র সরকার, এএসআই/ মো: তাজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স
উপজেলার রামনাথপুর এলাকায় পান্থাপুরকুর গ্রামের মৃত লেবু মিয়ার বাড়ীতে গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালীয়ে ০৪ কেজি ২০০ গ্রাম ওজনের কষ্টি পাথরসহ ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রামনাথপুরের আবু বক্কর সিদ্দিক এর পুত্র শাহিন আলম (৩০), আফজাল হোসেনের পুত্র আখতারুজ্জান (৩৮) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার মহিয়ারপুর এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র আনছার আলী (৪৮)।

Comments
Loading...