ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরসহ আটক ৬
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও || ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের আমির সহ ৬ জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর থানা জামায়াতের আমির শামসুজ্জামান দুলাল (৪১), জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৫৫), শিবির নেতা আব্দুর রহমান (৩০), শিবির নেতা ইয়াসিন আলী (২২), শিবির নেতা শাহ আলম (২৫) ও শিবির নেতা রিয়াজুল ইসলাম জনি (২২)।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় জিহাদী বই, লিফলেট সহ জামায়াতের আমির সহ ৬ জামায়াত-শিবির কর্মীকে করে পুলিশ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলাদেশেরপত্র ডটকমকে বলেন, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।