Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলায় শুরু হয়েছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে ঔষধ (ফার্মেসি) ও নিত্য প্রয়োজনীয় দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার জন্য উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও এসময় জগন্নাথপুর ইউনিয়নে সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় কয়েকটি চায়ের দোকানদারকে জরিমানা করেন তিনি।

Comments
Loading...