ঠাকুরগাঁওয়ে দোকানিকে হত্যাকারি র্যাবের হাতে গ্রেফতার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজলোর ইয়াকুবপুর এলাকায় ২০ টাকার জেরে এক দোকানীকে খুন করে ঘটনায় মূল আসামি ইসমাইল হোসনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ফকিরপাড়া ছোট মসজিদর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব বিকাল পাঁচটায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইসমাইল দিনাজপুর শহরে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের ফকিরপাড়া ছোট মসজিদের সামনে থেেক তাকে গ্রেফতার করা হয়। তাকে ঠাকুরগাঁও থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ র্মাচ রাত ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা ইয়াকুবপুর এলাকার মুদি দোকানি হোসনে আরা (৫০) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের কাছে পূর্বের বাকি পাওনা ২০ টাকা চায়। এ নিয়ে ইসমাইলের সঙ্গে দোকানদারের তর্ক-বিতর্ক হয়।
এক র্পযায়ে ইসমাইল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে হোসনে আরার মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন হোসনে আরাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০ মার্চ হোসনে আরার স্বামী বাদী হয়ে ইসমাইল হোসেনকে (২৫) আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।