Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে নিম্নমানের সেমাই ও খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁও : জেলা শহরের মুন্সিপাড়ায় নিম্নমানের সেমাই ও খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে তিন জনের ২০ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়ার সেমাই কারখানার মালিক আনিছুর রহমান (৪৪), কারখানার শ্রমিক শাহিনুর রহমান (৩০) ও ফারুক হোসেন (২৪)।

গোয়েন্দা পুলিশ জানায়, শহরের মুন্সিপাড়ায় বিএসটিআই অনুমোদন ছাড়াই গত একবছর ধরে সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিলো। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানার মালিক আনিছুর রহমানসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিম্নমানের সেমাই ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Comments
Loading...