Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পে আহত স্কুলছাত্রের মৃত্যু

download (12)

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় আহত স্কুলছাত্র হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়।

হাসান সদর উপজেলার নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে দেওগাঁও চেরাডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শাহ জামাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সোয়া ১২টার দিকে ভূকম্পন চলাকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাড়াহুড়ো করে শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় স্কুলমাঠে পড়ে যায় হাসান। এতে মাথায় আঘাত পাওয়ার পর সে বমি করতে থাকে। তখন গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপি চেয়ারম্যান মুকুট চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Comments
Loading...