ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনী-বিজিবি-ডিবির পৃথক অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী সরকারপাড়া ও কাসুয়া গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৪ জন, নাগরভিটা সীমান্তের বিজিবির টহল দল ২জন ও ঠাকুরগাও ডিবি রাণীশংকৈল চেকপোষ্ট চিকনী গ্রাম থেকে ২ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করেছে । থানা ও বিজিবি সুত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী সরকার পাড়া থেকে মোঃ নাজিম (৩৫) পিতা মোকবুল হোসেন ও শ্রী সতেন সিল (৪২) পিতা খুকিনাল ও কাসুয়া গ্রামের মোঃ কালাম (২৮) পিতা আব্দুল হক ও জিয়াউর রহমান (৩৫) পিতা জবদুল রহমানকে যৌথ বাহিনী আটক করে বালিয়াডাঙ্গী থানায় সোপর্দ করে। রাণীশংকৈল চেকপোষ্ট চিকনী গ্রামের আব্দুর রহমান’র ছেলে কফিলউদ্দিন (৪৫) ও বুলবুল আহম্মেদ (৩৫)কে সন্ধ্যা ৭ টায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাগরভিটা ক্যাম্পের বিজিবি টহল দল আটক করে। অপরদিকে ঠাকুরগাও ডিবি পুলিশের এসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরভিটা সীমান্তে আটক কফিলউদ্দিনের চিকনী গ্রামের বাড়ি থেকে জাহাঙ্গীর ওরফে শিমুল (৩২) ও বারেক (২৮)কে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। ঠাকুরগাও৩০ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল তুষার বিন ইউনুস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের স্থাণীয় থানায় সোপর্দ করা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ও বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।