Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

Published

on

“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।  জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। সোমবার সকাল ১১টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। পরে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সামাজিক বনায়নের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুরুল আলম প্রধান, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আরশেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়।

মেলা উদ্বোধনের পূর্বে এসিআই ফরমুলেশন্ লি. এর আয়োজনে একটি র্যা লির আয়োজন করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ, বন বিভাগসহ বিভিন্ন নার্সারির প্রায় ৫০টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষুধী বৃক্ষের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে। মেলা চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *