ঠাকুরগাঁও প্রত্যয় ক্রিড়া ও সাহিত্য সংসদ এর উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১১০ টা পরিবারে মাঝে
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। করোনা মহামারীর কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। করোনা ভাইরাসের আতঙ্কে বিভিন্ন দেশে জরুরি অবস্থায় জারী করা হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না জনসাধারণ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। এই দূর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে অসহায়,দুঃস্থ ও কর্মহীন মানুষদের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রত্যয় ক্রিড়া ও সাহিত্য সংসদ।
সোমবার রাতে (১৪ এপ্রিল) ঠাকুরগাঁও সদর পৌরসভার পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রত্যয় ক্রিড়া ও সাহিত্য সংসদ এর উদ্যোগে নিজ অর্থায়নে ১১০টি হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ০৫ কেজি চাল,২ কেজি আলু,৫০০গ্রাম ডাল,লবণ ৫০০ গ্রাম,সাবান ১ টি ও নাপা ঔষধ ১ পাতা এর প্যাকেট সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, প্রত্যয় ক্রিয়া ও সাহিত্য সংসদ এর সভাপ, মোঃ মানিক আ, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদ, মোঃ নাহিদ আলম নিউমুল,দপ্তার সম্পাদক মোঃ নাহিদ হোসাইন,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অর্থ ও সামগ্রী বিতরণের সার্বিক তত্তাবধায়নে ছিলেন মোঃ নজরুল ইসলাম সপন, মোঃ আঃ কাদের,মোঃ সবুর খান (সবুজ)খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন হতদরিদ্র মানুষদেরকে জানান, ধারাবাহিকতায় এ দূর্যোগ ময় মুহুর্তে আমরা হতদরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় বাড়ী থেকে বের হওয়া যাবে না। আমরা ক্লাবের সকলে মানুষদের পাশে সবসময় থাকবে। এ সময় তিনারা জাতির এ ক্লাতিলগ্নে সমাজের বিত্তবানদের মানবিক বিবেচনায় এগিয়ে আসার আহবান জানান।