ঠাকুরগাঁও রুহিয়ায় এক রাতে দুটি দোকানে চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ৩০ মার্চ (সোমবার) দিবাগত রাতে।
জানা যায়, রুহিয়া থানার রুহিয়া ইউনিয়নের কর্ণফুলী মার্কেটে সামিউল টেলিকম দোকানের শাটারের তালা কেটে ভীতরে প্রবেশ করে এবং একটি এনড্রয়েট মোবাইল সেট, ক্যাশ বাক্স হতে ৬ হাজার টাকা ও দোকানে রক্ষিত কিছু মালামাল চুরি করে নিয়ে যায় চোর। চুরি যাওয়া টাকা সহ মালামালের মুল্য প্রায় ১০ হাজার টাকা হবে বলে জানান দোকানের মালিক মো: সামিউল।
এদিকে একই রাতে একই ইউনিয়নের বন্দর পাড়ার (রেল ষ্টেশন সড়ক সংলগ্ন) রফিকুলের পান দোকানের (টিনের ঘুন্টি) তালা কেটে মালামাল চুরি করে নিয়ে যায় চোর। চুরি যাওয়া মালামালের মুল্য প্রায় ৭ হাজার টাকা হবে বলে জানান দোকানের মালিক মো: রফিকুল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। চুরির বিষয়টি নিশ্চিত করেন ওসি চিত্ত রঞ্জন রায়।