ডাক পেলেন বার্সালোনার তরুণ হাদ্দাদি
স্পোর্টস ডেস্ক:
দিয়েগো কস্তার পরিবর্তে স্পেন জাতীয় দলে ডাক পেলেন বার্সালোনার তরুণ তারকা মুনির আল হাদ্দাদি। চেলসি তারকা কস্তা ফ্রান্সের সঙ্গে ১-০ গোলের পরাজয়ের ম্যাচে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন। আগামী ইউরো ২০১৬ কোয়ালিফাইং ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে কস্তার পরিবর্তে আন্তর্জাতিক কোন ম্যাচ না খেলা হাদ্দাদিকে দলে রাখেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তবে ১৯ বছরের তারকা জানিয়েছেন, এই খবর পাওয়ার পর তার বিশ্বাসই হচ্ছেনা তাকে দলে ডাকা হয়েছে। হাদ্দাদি বলেন, ‘যখন তারা এ ব্যাপারে আমাকে নিশ্চিত করেন, তখন বিস্ময়ে আমার মুখ হা হয়ে গিয়েছিল। স্পেন জাতীয় দলে খেলা অনেক বড় একটি স্বপ্ন। আর আমি দারুণ খুশি। আমি এই স্বপ্নটা অনুভব করছি। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ এবং এটি আমি নিজের সেরাটা দিয়ে কাজে লাগাতে চাই।’ হাদ্দাদি মরক্কোর বিপক্ষেও খেলতে আশাবাদী। তিনি জানান, সুযোগ পেলে দুই বছর পরে ইউরো ২০১৬ তে জাতীয় দলের হয়েও খেলতে চাই। তিনি আরো বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন জাতীয় দলের খেলা দেখতাম । আর এখন আমার সামনে এই সুযোগ এসেছে। তাই আমি আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছে।’