Connect with us

Highlights

ডিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪০

Published

on

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে একটি নয় তলা আবাসিক ভবনে শনিবার রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাড়িয়েছে। ইউক্রেনের আঞ্চলিক গভর্নরের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

সোমবার ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার হামলায় ৪০ জন নিরপরাধ মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডিনিপ্রোর কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয় শিশুসহ ভবন থেকে ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। অবশ্য আবাসিক এই অ্যাপার্টমেন্ট ব্লকটি কেন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। কারণ এই ভবনটি নিকটতম বিদ্যুৎ অবকাঠামো থেকে কিছুটা দূরে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় রুশবাহিনী একটি রাশিয়ান কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। যা ‘ইনকারেট’ বলে পরিচিত এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। স্নায়ুযুদ্ধের সময় যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছিল।

ডিনিপ্রো ছাড়াও শনিবার রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওডেসাসহ আরও কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ মিসাইল হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশই এখন জরুরি ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। মূলত শনিবারের হামলায় বেশ কয়েকটি শহরে বিদ্যুতের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ছোট লবণ-খনির শহর সোলেদারের রুশ ও ইউক্রেনের বাহিনীর যুদ্ধ অব্যহত রয়েছে।

রাশিয়ান বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে, তবে ইউক্রেন রোববার জোর দিয়েছিল, তার বাহিনী শহরটিকে ধরে রাখতে লড়াই করছে, রাস্তায় লড়াই চলছে এবং রাশিয়ান বাহিনী বিভিন্ন দিক থেকে অগ্রসর হচ্ছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হানা মালিয়ার বলেছেন, সাধারণভাবে বললে, যুদ্ধ চলছে।

ওয়াশিংটন ভিত্তিক ইন্সটিটিউট ফর স্টাডি অফ ওয়ার বলেছে, ইউক্রেনীয় বাহিনী এখনও সোলেদারের মধ্যে অবস্থানে থাকার সম্ভাবনা খুবই কম।

সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে সোমবার সকালের প্রতিবেদনে বলছে, গত ২৪ ঘন্টায় ৫৫ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোলেদার এবং বাখমুত শহরসহ বাখমুত এলাকায় ২৫টি জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জাপোরিঝিয়া, ডিনিপ্রপেট্রোভস্ক এবং খেরসন অঞ্চলে বেসামরিক অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। সূত্র: রয়টার্স

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *