Connecting You with the Truth

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

jhulonto-setuরাঙ্গামাটি সংবাদদাতা: প্রবল বর্ষণে পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু ডুবে গেছে। পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুিঁক এড়াতে পর্যটন কর্তৃপক্ষ গতকাল রবিবার বিকাল থেকে ঝুলন্ত সেতু পারাপারের পথ বন্ধ করে দিয়েছে।
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে পর্যটকদের বিনোদনের জন্য দুই পাহাড়ের মাঝখানে ১৯৮৪ সালের দিকে তৈরি করা হয় এ আকর্ষণীয় ঝুলন্ত সেতু। গত কয়েক দিনে টানা বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসলে আকস্মিকভাবে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যায়। ফলে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পানির নিচে ডুবে যায়।
এ ব্যাপারে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা সাহাদাত্ হোসেন জানান, পানি কমে আসলেই সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

Comments
Loading...